Wellcome to National Portal
Main Comtent Skiped

Annual report publication

তথ্য অধিকার কর্মপরিকল্পনা ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন।

কার্যাবলীঃ

১).সরকারের অভ্যন্তরীণ ও বহিঃপ্রচারনীতি বাস্তবায়নের জন্য সম্প্রচার কার্যক্রম অব্যাহত রাখা।

২).সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড, রাষ্ট্রীয় ও জাতীয় জনগুরুত্বপুর্ণ অনুষ্ঠান ও বার্তাসমূহ শ্রোতাদের কাছে পৌঁছে       দেওয়া।

৩).বাংলাদেশ বেতার এর সম্প্রচার ক্ষমতা বজায় রাখা ও বৃদ্ধি করা।

৪).বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত সকল অনুষ্ঠান ও সংবাদ মধ্যম তরঙ্গে নিরবিচ্ছিন্নভাবে সম্প্রচার করা।

৫).ডিজিটাল সম্প্রচার ব্যবস্থা প্রণয়ন, অনলাইন সম্প্রচারসহ অডিও সম্প্রচারের অত্যাধুনিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে গণমাধ্যমের আধুনিকায়ন।

৬).সম্প্রচারিত অনুষ্ঠানসমূহের শ্রবণ মান বৃদ্ধি করা।

৭).বৈদ্যুতিক সাব-স্টেশন যন্ত্রপাতি, জেনারেটর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, সম্প্রচার সহায়ক যন্ত্রপাতি ইত্যাদি সচল রাখার নিমিত্তে নিয়মিত রক্ষণাবেক্ষণ ও মেরামত করা।

৮).কেপিআই স্থাপনা হিসেবে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা।

 ৯).দক্ষ মানব সম্পদ উন্নয়নে অভ্যন্তরীণ প্রশিক্ষণ প্রদান।

 ১০).সম্প্রচার কার্যক্রম নিরবিচ্ছিন্ন রাখতে বিভিন্ন দপ্তর-সংস্থার নিয়মিত যোগাযোগ ও সমন্বয় সাধন।

সাফল্যঃ

১।সম্প্রচার সংশ্লিষ্ট এবং সহায়ক যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রেরণ যন্ত্রের সক্ষমতা বজায় রাখা/বৃদ্ধি করা ।

২।বৈদ্যুতিক জেনারেটরের automation এবং বৈদ্যুতিক সাব ষ্টেশনের যন্ত্রপাতিসমূহ ও বিদ্যুৎবিতরণ ব্যবস্থা নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে প্রেরণ যন্ত্রসমূহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা নিশ্চিতকরণ।

৩।সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে Antenna mast (Areal field) এর নিরাপর্ত্তা জোরদার করণ।

৪।সিসি ক্যামেরা ও সিস্টেম, মেটাল ডিটেক্টর পরিচালন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে কেপিআই স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ।

৫।প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের জন্য কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারীদেরকে অভ্যন্তরীণ প্রশিক্ষণ প্রদান ।

৬।সম্প্রচার যন্ত্রের খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে মেরামতের মাধ্যমে আমদানী ব্যয় হ্রাস পেয়েছে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ী হয়েছে।

নাগরিকের জন্য প্রদত্ত বিশেষ সেবাঃ

* ঠিকাদার/সরবরাহকারী প্রতিষ্ঠানকে ভ্যাট/ট্যাক্স কর্তনের প্রত্যয়নপত্র প্রদান।

* ঠিকাদার/সরবরাহকারী প্রতিষ্ঠানকে কর্তৃক সম্পাদিত প্রদান সংক্রান্ত অভিজ্ঞতার সনদপত্র প্রদান।

* পাঠ্যধারার অংশ হিসেবে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা সফর ও সম্প্রচার কৌশল বিষয়ে ধারণা প্রদান ।

ফোকাল পয়েন্ট কর্মকর্তাঃ
                              নাম                                পদবী                             মোবাইল                            ই-মেইল
                  জনাব সত্তম চাকমা            উপআঞ্চলিক প্রকৌশলী                    ০১৮৫৮২৭১৫২৭                  sattamap@gmail.com