Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

সাম্প্রতিক বছরসমূহের প্রধান প্রধান অর্জন :

  • বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান, সংবাদ, খেলার ধারাভাষ্য ইত্যাদি অনুষ্ঠান নিরবিচ্ছিন্ন ও নয়েজ বিহীন সম্প্রচার যন্ত্রাদি পরিচালন ও রক্ষণাবেক্ষণ।
  • কেন্দ্রের   ড্রেনেজ সিষ্টেম সংস্কার ও পানির লাইন মেরামত করণে পানির বিল সাশ্রয়।
  • কেন্দ্রের সকল বৈদ্যুতিকক বাতি বিদ্যুৎ সাশ্রয়ী বাতিতে (LED)  রূপান্তর করা হয়েছে ।
  • কেন্দ্রে নতুন পতাকা স্ট্যান্ড তৈরী।
  • ফেডার ক্যাবল গ্রাউন্ডিং করা হয়েছে।
  • এ্যান্টেনা মেরামত করা হয়েছে।
  • বিশু্দ্ধ পানীয় জলের ব্যবস্থাকরণ।
  • পিএফআই প্যানেল মেরামত করণে বিদ্যুৎ বিল সাশ্রয়।